জীববিজ্ঞান- কোষ বিভাজন ( Cell Division )
অধ্যায় ২: কোষ বিভাজন ( Cell Division )
প্রতিটি জীবের জীবন শুরু হয় একটিমাত্র কোষ দিয়ে। প্রকৃতপক্ষে এ কোষটিরও উৎপত্তি হয় আগের কোনো একটি কোষ থেকেই। রুডলফ ভিরাশও (Rodolf Virchow, 1858) বলেছেন যে “গাছ থেকে যেমন গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে যেমন প্রাণীর সৃষ্টি হয়, ঠিক তেমনি কোষ থেকেই কোষের সৃষ্টি হয়”। ওয়াল্টার ফ্লেমিং (Walter Flemming, 1882) সর্বপ্রথম Triturus maculosa (সামুদ্রিক স্যালামান্ডার)-এর কোষে কোষ বিভাজন পর্বেক্ষণ করেন। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষের বিভাজনের মাধ্যমে একাধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। এই কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষকেই বলা হয় অপত্য কোষ (Daughter cell)। আর যে কোষ বিভাজিত হয়ে এই অপত্য কোষ সৃষ্টি হয় তাকেই বলা হয় মাতৃকোষ (Mother cell)। উদ্ভিদ ও প্রাণিদেহে তিনধরনের কোষ বিভাজন দেখা যায়, যেমন- ১. অ্যমাইটোসিস, ২. মাইটোসিস, ৩. মিয়োসিস। নিচে এদের বর্ণনা দেওয়া হলো।
বর্ণনা পড়ে অমরা যা যা জানবঃ
- অ্যামাইটোসিসের ব্যাখ্যা (যতটুকু প্রয়োজন)
- মাইটোসিসের ব্যাখ্যা (যতটুকু প্রয়োজন)
- মিয়োসিসের ব্যাখ্য (যতটুকু প্রয়োজন)
আরও পড়ুন: কোষবিভাজন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
অ্যামাইটোসিস / প্রত্যক্ষ কোষ বিভাজন (For MCQ)
*যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি দুটি অপত্য কোষে পরিনত হয় তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে।
আম্যাইটোসিস যেখানে যেখানে ঘটে-
- অ্যামিবা
- ব্যাকটেরিয়া
- সায়ানোব্যাকটেরিয়া ( নিলাভ সবুজ শৈবাল)
- শুধু ইস্ট নামক ছত্রাক
- মনেরা রাজ্য
মাইটোসিস / সমীকরনিক / পরোক্ষ কোষ বিভাজন (For Written+MCQ)
*যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভই একবার বিভাজিত
হয়ে মাতৃকোষের সমআকৃতির, সমগুন সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য
কোষ তৈরি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।
*এটি দেহকোষে সংঘটিত হয়।
*এটিতে অপত্য কোষ ও মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা সমান হয় বলে এটিকে সমীকরনিক কোষ বিভাজন বলে।
*উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গে মাইটোসিস সংঘটিত হয়।
মাইটোসিসের প্রকারভেদঃ
- প্রোফেজ
- প্রো-মেটাফেজ
- মেটাফেজ
- এনাফেজ
- টেলোফেজ
মিয়োসিস / হ্রাসমূলক / পরোক্ষ কোষ বিভাজন (For Written+MCQ)
- উচ্চ শ্রেণীর জীব হলে জননমাতৃকোষে মিয়োসিস ঘটে (নিষেকের আগে)
- নিম্ন শ্রেণীর জীব হলে জাইগোটে মিয়োসিস ঘটে (নিষেকের পরে)
- গ্যামিটোজেনিক মিয়োসিস- উচ্চ শ্রেণীর জীবে ঘটে
- জাইমোজেনিক মিয়োসিস- নিম্ন শ্রেণীর জীবে ঘটে
- স্পেরোজেনিক মিয়োসিস- নিম্ন শ্রেণীর জীবে ঘটে
রাফি প্লাসের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url